You are visiting Premium Sweets Bangladesh. Click here to go to  
হরেক রকম কাবাবের প্লাটার শীতের আমেজে অতুলনীয়। আসুন সপরিবারে বা অর্ডার করুন টেকওয়ে। প্রিমিয়াম সুইটস্ গুলশান ২। গুলশান ১। উত্তরা রবীন্দ্র সরণী ৭নং সেক্টর বা উত্তরা ৬নং সেক্টরে অবিন্তা টাওয়ার ব্রান্চে।
Premium Sweets > Blog
উৎসব অধিকার
পহেলা বৈশাখ ১৪২৩
আমি উৎসব আমি বাংগাল
ঘর ছেড়ে ঘুরি এর ওর বাড়ী
তবু নই কাঙাল
ঈদ-পুজো-ফাগুন পালাগান নৃত্য
সহস্র ঐতিহ্য গান নই আমি ভৃত্য
দিন মানে সংগ্রাম জিতি নাহি যুদ্ধ
হয় আজ নয় কাল পরাজয় স্তব্দ ।
বেলা শেষে গলি মোড়ে
প্রথম দু-তিনজন
আয়েশে এটে বসে
শেষে আট দশজন
কনডেন্সড মিল্কে চা
নিজস্বই আড্ডা
নিমেষে ক্লান্তিহীন
কাল হবে রঙিন
এই তো রুটিন ।
ভরসা মিলায় না পাওয়ার হিসেব
পেয়াজ মরিচ ডলা ওমলেট
তিন পাখায় ঠান্ডা শহরের মেস্
একটুকুই বেশ
নিস্ফল জব ইন্টারভিউ
অহেতুক ফেসবুক
বাড়ায় জ্বালা নিত্তবেলা
ডিফেন্সিভ সাঝ-মাতাল বস্
নিত্য যবনিকায়
এ তো শুধু বাংলায় ।
দশক দু আগের সমসাময়িকে
মার্চ আধাঁর সময় ইচ্ছে-অনিচ্ছায়
গন্তব্য অনিশ্চিত অস্হিরতায়
অথচ ইতিহাস এই সেই মার্চ
আমার ঘুম ভাংগানোর
নিশ্চিত প্রয়াশ ।
স্বাধীনতার প্রয়াসে আধারেই যাত্রা
নিষ্পাপ এবিউজ্ড কিশোরী মা
পরিচয় প্রত্যাশায় আকুতি
জেগে উঠে জাতি
অবুঝ-কৃষক উতলা-মাঝি
অল্পে সুখী-তাঁতী
এইতো ছিলেম আমি
ব্যালান্সশীট ইকুইটি দামী
প্রফিট কে নেয়
যে বোঝে তার
তুষ্ট ছিলেম মাছ দুধ ভাতে
সাথে বাংলা বেতার
ইনোসেন্ট কৈশরে
ডাকদিলে কোনো এক ভোরে
ন-মাসের প্রসব বেদনায়
পুন্য-জন্ম আমার ।
তুমি অনন্তে
ঈদ পুজা দুজনে দুজনার,
এই বৈশাখ আমার
চারিদিকে আজ রব সাজ সাজ
প্রথম বৈশাখী বোনাস
তোমার অংগীকার
ফেরালে মোর উৎসব অধিকার।
পেরুই পাথর সময়
স্পষ্ট দেশে-প্রবাসে
নয় তোমার ছায়া
এ তোমারই কায়া
এ তোমারই নাম,
তোমায় পূন: প্রনাম
কান্ট্রি ব্রান্ডিং এর অংগীকার
প্রিমিয়াম ব্রান্ড এই বাংলার
জাতি জেগে উঠুক নতুন পথ যাত্রায়
মুহুর্ত গুনি এই প্রত্যাশায়।।
১৮ই মার্চ, ২০১৬
No Comment Posted Yet, Be the first one to Leave a comment