You are visiting Premium Sweets Bangladesh. Click here to go to  
হরেক রকম কাবাবের প্লাটার শীতের আমেজে অতুলনীয়। আসুন সপরিবারে বা অর্ডার করুন টেকওয়ে। প্রিমিয়াম সুইটস্ গুলশান ২। গুলশান ১। উত্তরা রবীন্দ্র সরণী ৭নং সেক্টর বা উত্তরা ৬নং সেক্টরে অবিন্তা টাওয়ার ব্রান্চে।
Premium Sweets > Blog
অনন্য সুন্দর বৌভাত আয়োজনে।
বিয়ের নিমন্ত্রণ পোছানো শেষ । এবার আয়োজনের পালা । ভাবছেন কিভাবে বৌ-ভাত অনুষ্ঠানকে করবেন সবার জন্যে আরো মনমুগ্ধকর ?
বৌভাতের ডিনারে সবসময় প্রায় একই ধাঁচের মেন্যু । বৈচিত্র আনে ডেজার্ট টেবল। চলে আসুন প্রিমিয়ামে। যাই হোক সন্মানীত অতিথির সংখ্যা, আয়োজন হয়ে যাবে কেক, পেস্ট্রি , মিষ্টি, দ্ই সন্দেশের সাথে কফি, টি বা কুলফি আর পান। সবই থরে থরে সাজানো। সাথে স্মার্ট ইউনিফর্মড স্টাফ। ফুল সার্ভিস।
খাওয়া-দাওয়ার পর মনমাতানো আড্ডা মানেই ডেজার্ট কফি আর সেলফী। নিজ পছন্দে অতিথি নেবেন প্রিয় মিষ্টি আর কফি। অসংখ্য সেলফী হাজারো শেয়ার।
সবাই উপভোগ করবে অনেক দিনের পরিশ্রমের আয়োজন বৌ-ভাত। স্মৃতির খাতায় উজ্জল থাকবে দিনটি।
অভিজাত বিয়ের যে কোন অনুষ্ঠান,
এনগেজমেন্ট, গায়ে হলুদ, সংগীত বা বৌভাতের সাফল্যে চাই
প্রিমিয়াম ফুলসার্ভিস ডেজার্ট টেবল।
Address plz
Posted on : 2018-09-10
Posted By : Nayeem