You are visiting Premium Sweets Bangladesh. Click here to go to  
হরেক রকম কাবাবের প্লাটার শীতের আমেজে অতুলনীয়। আসুন সপরিবারে বা অর্ডার করুন টেকওয়ে। প্রিমিয়াম সুইটস্ গুলশান ২। গুলশান ১। উত্তরা রবীন্দ্র সরণী ৭নং সেক্টর বা উত্তরা ৬নং সেক্টরে অবিন্তা টাওয়ার ব্রান্চে।
Premium Sweets > Blog
স্টেন্ড-আপ ফর বাংলাদেশ ।
(১৬ই ডিসেম্বর ২০১৬ তে)

বিজয়ের মাসের সবার অনুভুতিটাই অন্যরকম।
দিন দিন বাড়ছে উপলব্ধি
এদেশ আমার।
কাজ কর্মে, আচার-ব্যবহারে,
গ্রামে-গন্জে, জেলা উপজেলায়,
দেশে-বিদেশে, যেখানেই বাংগালী
সেখানেই এক আওয়াজ
" স্টেন্ড-আপ ফর বাংলাদেশ " ।

সবারই সম্মিলিত প্রচেষ্টা
দেশ কিভাবে এগোবে?
দেশের সন্মান
আমার অহং।
কথা বলুন
নতুন প্রজন্মের সাথে,
আরও নিবিড় ভাবে।
ওরা জানুক,
কোন কিছুই অটোমেটিক হয়নি,
সামনেও সবই
করে নিতে হবে নিজেকেই,
অক্লান্ত পরিশ্রমে।

আজো বর্ণচোরা সুশীলের আক্ষেপ
বিশৃংখল অশিক্ষিতের এ দেশ,
কিচছু হবে না এ জাতীর !

সত্যিই কি তাই?
বিশৃংখল ?
কিভাবে??
এককন্ঠের আহবানে
৭১ এর বিরূপ বিশ্ব দেখেছে
এক সুশৃংখল প্রতিরোধ,
জাতির যুদ্ধ।

হে নির্বোধ সুশীল
জেনে রাখ্
হিসেবটা সহজ সরল।
ইতিহাস পড়ে তবেই বল্
শৃংখলা ছাড়া কে যুদ্ধে জেতে?
ন মাসে যে জাতি দিয়েছে
লাল সবুজ পতাকার জন্ম
পিএইচডি না থাকলেও
সে জাতি
সঠিক নেতৃত্বে
বিজয়ী সুশৃংখল।

তাই আজ
সমকন্ঠের আওয়াজ
উন্নয়নে চাই ভিশন,
অগ্রসরতায় চাই ডিরেকশন,
সাফল্যে চাই ফোকাস।
একক সাফল্য ক্ষনিকের,
আর সমষ্ঠির যাত্রা বিজয়ের।
কান্ট্রিব্রান্ডিং হোক সবার
সব কাজের মুলমন্ত্র।
সমস্বরের উপলব্ধিতে
উদ্দীপ্ত হোক সবাই
"স্টেন্ড আপ ফর বাংলাদেশ "

বিজয়ের মাস হোক
স্বীয় উপলব্ধির
আগামী হোক
এ জাতির
নতুন মাত্রায় জেগে ওঠার
দৃঢ় অংগীকার ।
উদ্দীপন আর উপলব্ধিতে
ভরে উঠুক বিশ্বে
শ্বাসত বাংলার বিজয় গাঁথা,
এবারের বিজয় দিবস।
১৬ই ডিসেম্বর ২০১৬।

ঐতিহ্যে আপ্পায়ন
আভিজাত্যে এদেশের গর্বিত ব্রান্ড
প্রিমিয়াম সুইটস্।
আনে উত্তাল আনন্দের জোয়ার।
www.premiumsweets.ca
No Comment Posted Yet, Be the first one to Leave a comment